কলকাতা ব্যুরো : কোনো জাঁকজমক নেই এবারের পুজোয়। কিন্তু মাতৃ আরাধনা তো করতেই হবে। সেই টুকুতেই সীমিত থাকবে এবার আহিড়ীটোলা সার্বজনীন। উত্তর কলকাতার বড় দুর্গাপূজার মধ্যে অবশ্যই আলাদা করে বিবেচিত আহিড়ীটোলা সার্বজনীন। কিন্তু কোভিড মহামারীর মধ্যে তারা মানুষের দুর্দশার কথা ভেবে শুধু পুজোটুকুই করতে চান উদ্যোক্তারা। এবারে আহিড়ীটোলা দুর্গোৎসব কমিটি যারা বিপন্ন মৃৎশিল্পীদের পাশে দাঁড়িয়েছিলো কোভিড মহামারীর সময়। তাদের খাওয়ানো থেকে দেখভালের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলো নিজেদের কাঁধে।

এবারে ৮১ বছরে পা দেবে আহিড়ীটোলা দুর্গোৎসব। করোনা মহামারীর কথা ভেবে বিশেষ ব্যাবস্থা নিচ্ছে পুজো কমিটি। মণ্ডপ এমন ভাবে করা হচ্ছে যাতে মণ্ডপের মধ্যে না ঢুকে দূর থেকেই প্রতিমা দর্শন করা যায়। বিশেষ ব্যবস্থা থাকছে যাতে কোনও দর্শনার্থী মাস্ক ছাড়া পূজা দর্শন করতে না পারেন। যারা দূরে থাকেন বা এবার প্রতিমা দর্শনে আসতে পারবেন না তাদের জন্য ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রেখেছে এই দুর্গোৎসব কমিটি। প্রতিমা তৈরি করছেন শক্তি শর্মা। আগের বারের বাজেট ৬০ লাখ হলেও এবারে অনেকটা কমাতে হয়েছে মহামারীর প্রকোপে।

Share.
Leave A Reply

Exit mobile version