Mainak sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

ভারতীয় রুপির তুলনায় শক্তিশালী ডলার, দুর্বল বৈশ্বিক সংকেত, মার্কিন ফেডের আক্রমনাত্মক হার বৃদ্ধির সম্ভাবনা এবং মূল্যস্ফীতির তথ্যের আগে উদ্বেগ সেন্টিমেন্টের উপর নির্ভর করে সপ্তাহের টানা দ্বিতীয় দিনে নিচে নামলো বাজার (share Market)। কাল সামান্য কম হলেও আজ যথাক্রমে প্রায় ১৫৭.৭০ ও ৫০৮ পয়েন্ট র ব্যবধানে কম হয় নিফটি ও সেনসেক্স। ১৬১০০ র গুরুত্তপূর্ণ এলাকা থেকে নেমে আজ ১৬০৫৮ তে বন্ধ হয় নিফটি। ৫৩৮৮৬ তে বন্ধ হয় সেনসেক্স।

একদিকে মুদ্রাস্ফীতির চাপ ও মার্কিন চাকরির শক্তপোক্ত তথ্য না পাওয়ার কারণে ফেডারেল ব্যাঙ্ক কে আক্রমনাত্মক হার বৃদ্ধির পথে রাখবে। আবার অভ্যন্তরীণ ক্ষত্রে , জুন মাসের খুচরা বা রিটেল মূল্যস্ফীতি পূর্ববর্তী মাসের স্তর বজায় রেখে ৭ .০৩ শতাংশে থাকবে বলে আশা করা হচ্ছে। ফলে প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

নিফটি রিয়েলটি এবং এনার্জি বাদে সমস্ত সেক্টরাল সূচক লাল রঙে শেষ হয়েছে। ধাতু, অটো, আইটি এবং এফএমসিজি সূচকগুলি এক শতাংশের বেশি কমেছে, যেখানে ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবাগুলি প্রায় এক শতাংশের কাছাকাছি কমেছে।

গপ্ ডাউন দিয়ে শুরু করে দুই সূচক। যদিও বিকেলে কিছু কেনাকাটা হলেও পরে ইউরোপের বাজারে (Share Market ) নেতিবাচক ওপেনিং বাজারকে আবার নিচে টেনে নিয়ে যায়। দুই সূচক ই নেমে আসে ৫০ দিনের চলমান গড় বা মুভিং এভারেজের নিচে। তবে রয়েছে সমর্থন জোনের কাছে। কাল তা পার করলে নিচে যেতে পারে ১৫৮০০ র কাছেই। আবার যদি সূচকটি ১৬ ,০০০ রক্ষা করে, তাহলে ১৬ ,০০০ থেকে ১৬ ,২৭৫ এর মধ্যে থাকবে সূচক।

তবে এখনো ইন্ডিয়া ভিক্স রয়েছে ২০ র নিচেই (১৮.৫৫ ) অর্থাৎ অস্থিরতা সামান্য কম থাকলেও গতি কোন দিকে তা বলা কঠিন। আবার অপসন ফ্রন্ট অনুযায় সূচক থাকতে পারে ১৫৭০০ থেকে ১৬৫০০ র মধ্যেই।

ব্যাঙ্ক নিফটিও ১৭০ পয়েন্ট কমিয়ে ৩৫ ,২৯৯ -এ শুরু করে এবং একটি অস্থির দিনের পর, এটি ৩৩৭ পয়েন্ট কমে ৩৫ ,১৩২ -এ বন্ধ হয়েছে।

পজেটিভ সেটআপ রয়েছে আদানি পাওয়ার লক্ষ হবে ৩৪৪। এস বি এই লাইফ ইনসুরাসিন্স লক্ষ হবে ১১৮০।

Share.

1 Comment

  1. Pingback: পার্শবর্তী Share Market

Leave A Reply

Exit mobile version