কলকাতা ব্যুরো: গত সোমবার গোটা বিশ্ব শিউরে উঠেছিল। মাঝ আকাশে বিমান থেকে খসে পড়ছে মানুষ। তালিবানের আতঙ্ক থেকে বাঁচতে যারা মার্কিন যুদ্ধবিমানের গায়ে নিজেদের বেঁধে নিয়েছিল, আশা ছিল কোনও রকমে আফগানিস্তান ছাড়তে পারলেই হয়তো তালিবানের হাত থেকে অন্তত প্রাণটা বাঁচানো যাবে। সেদিন মার্কিন সেনার C-17 যুদ্ধবিমান থেকে খসে পড়েছিলেন তিনজন। তাঁদের মধ্যেই একজন জাকি আনওয়ারি। আফগানিস্তান জাতীয় দলের ফুটবলার। আফগান সরকারি সংবাদ সংস্থা জাকির মৃত্যুর খবর জানিয়েছে।

প্রসঙ্গত, জাকি আনওয়ারি আফগানিস্তান যুব দলের ফুটবলার। সোমবার হাজারো আফগানের মতো তিনিও প্রাণে বাঁচার আশায় কাবুল বিমানবন্দরে ভিড় করেছিলেন দেশ ছাড়ার জন্য। আফগানিস্তান থেকে কানাডায় পাঠানো হবে ২০ হাজার জনকে। সেখানেই আশ্রয় পাবেন তাঁরা। এই গুজব সম্ভবত তাঁর কানেও গিয়েছিল, সম্ভবত সেকারণেই কাবুল বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু আরও হাজারো আফগানের মতো তিনিও বিমানে উঠতে পারেননি। কিন্তু দেশ ছাড়ার আশা ছাড়েননি। বসে পড়েন মার্কিন বিমানের চাকার উপর।

এদিকে বিমানটি টেক-অফ করার কিছুক্ষণ পরই মাঝ আকাশ থেকে খসে পড়তে দেখা যায় তাঁকে। তাঁর মতো আরও দুই তরুণ বসেছিলেন মার্কিন C-17 যুদ্ধবিমানের চাকার উপর। মাটিতে খসে পড়েন তাঁরাও।

বুধবার আফগানিস্তানের যুব দলেরই আরেক সদস্য অর্থাৎ জাকিরের এক সতীর্থের ফেসবুক পোস্ট থেকে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আফগান ফুটবল সংস্থার তরফেও তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version