কলকাতা ব্যুরো: পরিজয়ীদের ঘরে ফেরাতে আবার আসরে অধীর চৌধুরী। সৌদি আরবের বিভিন্ন এলাকায় আটকে থাকা প্রায় সাড়ে চারশ’ ভারতীয় এখন জেল খাটছেন। তাঁদের অপরাধ, মহামারীর মধ্যে আটকে থাকা সেই পরিযায়ী শ্রমিকদের ভিসা সহ অন্যান্য অনুমতির মেয়াদও এই সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ফলে তাঁদের ঠিকানা এখন সৌদি জেল।

তাঁদের ব্যাপারে হস্তক্ষেপ করতে বিদেশমন্ত্রীকে চিঠি লিখলেন বাংলার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। লকডাউনের প্রথম দিকে ভিন রাজ্য থেকে শ্রমিকদের ঘরে ফেরাতে বিস্তর দৌড়ঝাঁপ শুরু করেন অধীর। পরে সেই পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে আওয়াজ ওঠে গোটা দেশে। নির্দেশ দিতে হয় সুপ্রিম কোর্টকে।

Share.
Leave A Reply

Exit mobile version