কলকাতা ব্যুরো: (ছবি-সামাজিক মাধ্যম) জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে ছট পুজোর রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেওয়ার পরেই রাজ্যের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার অভিযোগ রবীন্দ্র সরোবর নিয়ে আসলে রাজনীতি করছে তৃণমূল। রবীন্দ্র সরোবরের পরিবেশ নষ্ট করে ছট পুজোর নামে ভোট পুজো করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ কংগ্রেস সভাপতির। রবীন্দ্র সরোবরকে ছট পুজোর জন্য খুলে দিতে চাইছেন তিনি, অভিযোগ অধীর চৌধুরীর। রবীন্দ্রসরোবর সকল মানুষের, বাঙালি, বিহারী, পাঞ্জাবি, মারওয়ারী সকলের, বিহারী মানুষও পরিবেশ নিয়ে সচেতন, তারাও চান না রবীন্দ্র সরোবরের পরিবেশ নষ্ট হোক। তাদের বিকল্প ব্যবস্থা দিন। কোনো মুসলমান কোনোদিন বলেননি দুর্গা পূজার বিসর্জন বন্ধ করে মহরমের মিছিল করুন, এই নিয়ম আপনি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, ধর্ম নিয়ে ভোটের রাজনীতি বন্ধ করার পরামর্শ অধীরের।

যদিও এর আগেই রাজ্যের তরফে পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ছট পুজো করেন স্থানীয় এলাকার বাসিন্দাদের পুজো করার সুবিধার জন্যই আমরা আবেদন করেছিলাম আদালতের কাছে। ছট পুজো নিয়ে অধীর তৃণমূলের বিরুদ্ধে ভোট পুজোর অভিযোগ করার পরেই প্রশ্ন উঠছে রেহা চক্রবর্তীকে বাঙালি হিসেবে প্রজেক্ট করে কলকাতায় তার সমর্থনে মিছিল করা নিয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version