কলকাতা ব্যুরো: কমনওয়েলথ গেমসে সোনা বাংলার অচিন্ত্য শিউলির। ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন হাওড়ার তরুণ। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় তোলেন ১৬৬ কিলো। দ্বিতীয়বার ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় তোলেন ১৭০ কিলো।

একাদশতম বাঙালি হিসাবে কমনওয়েলথে সোনা জিতলেন অচিন্ত্য। ভারোত্তোলনের ৭৩ কিলো বিভাগে রেকর্ড গড়েছেন তিনি। প্রথম চেষ্টায় তোলেন ১৩৭ কিলো। পরের বার ১৪০ কিলো, তৃতীয় চেষ্টায় ১৪৩ কিলো। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কিলো তুলে।

সঙ্কেত সরগরের রুপো এবং পি গুরুরাজার ব্রোঞ্জের পর সোনা জিতছেন চানু ৷ ভারোত্তোলনে রূপো জিতেছেন বিন্দিয়ারানিও ৷ দেশকে দ্বিতীয় সোনা এনে দিলেন ভারোত্তোলক জেরেমি লালরিন্নুঙ্গা। এবার ফের ভারোত্তোলনে পদকের খাতায় নাম তুললো ভারত।

Share.
Leave A Reply

Exit mobile version