কলকাতা ব্যুরো: একদিকে তিনি দক্ষ রাজনীতিবিদ আবার অন্যদিকে অভিজ্ঞ সাংবাদিক। এছাড়াও তাঁর অন্যান্য পরিচয়ের মধ্যে উল্লেখযোগ্য তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র। তবে শত ব্যস্ততার মধ্যেও লেখালিখি ছাড়েননি কুণাল ঘোষ। লেখা তাঁর নেশা। প্রকাশিত হয়েছে তাঁর একাধিক বই। আর পুজোর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত হল কুণাল ঘোষের ‘উপন্যাস সমগ্র প্রথম খণ্ড’। শনিবার সন্ধেয় অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল সাংসদের হাতে ধরে প্রকাশিত হল কুণাল ঘোষের উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড।
এদিন বই প্রকাশের ঘরোয়া অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল ও আইনজীবী সঞ্জয় বসু। এদিনের অনুষ্ঠানে কেক কেটে মিষ্টিমুখ করা হয়। কুণাল ঘোষের উপন্যাস সমগ্রের প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে বইয়ের প্রচ্ছদের ছবি দেওয়া কেক কাটা হয়। লেখককে মিষ্টিমুখ করান অভিষেক, ব্রাত্য বসুরা।
উপন্যাস সমগ্র প্রথম খণ্ডে রয়েছে পাঁচটি উপন্যাস। সেগুলি হল- পূজারিণী, শাস্তির পর, হে বান্ধবী, পথ হারাবো বলেই এবং তখনও সবটা বলিনি। শনিবার বইপ্রকাশের পর কুণাল ঘোষকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অভিষেক, ব্রাত্য বসুরা।

Share.
Leave A Reply

Exit mobile version