কলকাতা ব্যুরো: সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবোঝাই অটোর। দুর্ঘটনায় চালক-সহ অটোর আট যাত্রীই নিহত হয়েছেন। জানা গিয়েছে, মৃত আট যাত্রীই মহিলা। সকলেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মেটেলডাঙার কাছে। স্থানীয় সূত্রের খবর, এদিন মল্লারপুর থেকে কাজ সেরে ওই মহিলারা অটোয় চেপে পারকান্দিতে নিজেদের গ্রামে ফিরছিলেন। সেই সময় রামপুরহাট থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কুশমোড়-সিউড়ি রুটের একটি বাস। মেটেলডাঙা গ্রামের কাছে বাস ও অটোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালক এবং আট মহিলাই অটো থেকে ছিটকে পড়েন। বাসটি তাঁদের উপর দিয়েই চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সকলের দেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তবে জানা গিয়েছে মহিলা যাত্রীদের ঘটনাস্থলে মৃত্যু হলেও অটো চালককে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। অবশ্য উদ্ধার করার কিছু ছিল না। দুএকজনের দেহে সামান্য সময়ের জন্য প্রাণটুকু ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থাও ছিল না। পরে মল্লারপুর এবং রামপুরহাট থানায় খবর দেওয়া হয়। খবর যায় দমকলেও।

প্রত্যক্ষদর্শী সাধন সিং জানান, তিনি কাছের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন। মহরমের দিন ছুটি থাকায় রাস্তাঘাট ফাঁকাই ছিল। তাই বিকট একটি আওয়াজ তাঁদের কানে পৌঁছায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে তাঁরা দেখেন, অটোয় থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এই ভয়ানক দুর্ঘটনার পরই সরকারি বাসের চালক এবং সমস্ত যাত্রী সেখান থেকে চম্পট দেন। তাঁদেরকে দেখতে পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version