কলকাতা ব্যুরো: ৫৫ জন বাংলাদেশ মৎসজীবিকে উদ্ধার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। মাছ ধরার জন্য তিনটি ট্রলার নিয়ে বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছিলেন একাধিক মৎস্যজীবী। এদিকে খারাপ আবহাওয়া থাকার কারণে দুটি ট্রলার উলটে যায়। তার জেরে জলে পড়ে গিয়েছিলেন সবাই। জলের মধ্যে কোনওরকমে ভেসে থাকার জন্য লড়াই করছিলেন তাঁরা। তখনই জাহাজ থেকে দড়ি ফেলে একে একে ৫৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়।

এদিন বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফ্ট গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় আকাশ থেকে অনুসন্ধানের কাজ চালায় এবং বাহিনীর ২টি উদ্ধারকারী জাহাজ। গত কয়েক দিনে একাধিক বাংলাদেশি মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে বঙ্গপসাগরে। আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে তাঁদের। বৃহস্পতিবার সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিল দুটি বাংলাদেশি ট্রলার। কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের জেরে সমুদ্রে উলটে যায় ট্রলার দুটি। প্রায় আড়াই দিন মতো সমুদ্রে ভাসছিলেন তাঁরা। অবশেষে তাঁদের উদ্ধার করে ভারতীয় মৎস্যজীবীরা। মোট সাত জনকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তবে যতটা দ্রুত সম্ভব নিজের দেশে, নিজের বাড়িতে ফিরতে চান বলে জানিয়েছেন উদ্ধার হওয়া ওই মৎস্যজীবীরা।

Share.
Leave A Reply

Exit mobile version