কলকাতা ব্যুরো: আবারও হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় ৩৮ লক্ষ টাকা। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে আরপিএফ। আয়কর দফতরের আধিকারিকদের হাতে তাদের তুলে দেওয়া হয়। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন আরপিএফ জওয়ানরা। দেখে সন্দেহ হওয়াতেই দুজনকে পাকড়াও করেন হাওড়া স্টেশনে কর্তব্যরত জওয়ানরা। আটক দুই যুবকের নাম রুস্তম আনসারী, বয়স ৩৯ এবং শুভম ভার্মা, বয়স ২০ বলে জানা গিয়েছে। এদের মধ্যে রুস্তমের বাড়ি বিহারে এবং অপরজন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে খবর।

এদিন ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে জওয়ানদের। উদ্ধার হয় নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা। তবে টাকার উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। লক্ষ লক্ষ টাকা তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয়েও কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্তরা। পরে অভিযুক্তদের আটক করে খবর দেওয়া হয় কলকাতার আয়কর দফতরে।

উল্লেখ্য, কিছুদিন আগেই হাওড়া স্টেশনে এক প্রৌঢ়ের ব্যাগ থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এবার স্টেশন চত্বর থেকে উদ্ধার হল প্রায় ৩৮ লক্ষ টাকা। এছাড়াও সম্প্রতি হাওড়ার পাঁচলা থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে। কলকাতা হাইকোর্টে তাঁদের বিরুদ্ধে মামলা চলছে। বুধবারই ঝাড়খণ্ডের ৩ সাসপেন্ডেড কংগ্রেস বিধায়কের শর্তসাপেক্ষে ৩ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

Share.
Leave A Reply

Exit mobile version