কলকাতা ব্যুরো: সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। সংসদের দুই কক্ষেই একাধিক ইস্যুতে হই হট্টগোলের কারণে অধিবেশনের মুলতুবি ঘোষণা করা হয়েছিল সকালেই। এবার ১৯ জন সাংসদকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে বরখাস্ত করা হল। প্রথমে সংখ্যাটা ১১ ছিল। তারপর কংগ্রেসের বেশ কয়েকজন সাসংদকেও বরখাস্ত করা হয়। রাজ্যসভায় বিশৃঙ্খলার কারণে ২৫৬ ধারার অধীনে এই সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

এই বরখাস্ত সাংসদের মধ্যে ৭ জনই তৃণমূল কংগ্রেসের বলে জানা গিয়েছে। বিরুদ্ধে এই পদক্ষেপ করেছেন ডেপুটি স্পিকার।

বরখাস্ত হওয়া সাংসদের মধ্যে অধিকাংশই তৃণমূলের সাংসদ বলে জানা গিয়েছে। সূত্রের খবর সেই তালিকায় নাম রয়েছে, সুস্মিতা দেব, মৌসম নুর, সান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, নাদিমুল হক, আবীর রঞ্জন বিশ্বাসের।

এছাড়াও সিপিএম-র এএ রহিম, কানিমোজি ও মহম্মদ আব্দুল্লাহকে বরখাস্ত করা হয়েছে। আগামী ১ সপ্তাহ তাঁরা রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না।

উল্লেখ্য, গত শীতকালীন অধিবেশনেও একাধিক তৃণমূল সাংসদকে বরখাস্ত করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version