কলকাতা ব্যুরো: বাংলাদেশে পেঁয়াজ পাঠানো নিয়ে জট না কাটলেও, সে দেশ থেকে ইলিশ আমদানিতে আপাতত সমস্যা হচ্ছে না। এ রাজ্যের বাঙালির জন্য আরও প্রায় ১৫ শ’ টন ইলিশ আগামী এক মাসের মধ্যে ধাপে ধাপে আসবে। ফলে পেঁয়াজ পাঠানো নিয়ে জটিলতা থাকলেও, এ রাজ্যের বাঙালি পদ্মার ইলিশ থেকে বঞ্চিত হবে না। রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শুক্রবার বলেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে রাজ্যে বাংলাদেশ থেকে ১৪৫০ টন ইলিশ ঢুকবে। তার বক্তব্য, কেন্দ্রীয় সরকার এ রাজ্যে বাংলাদেশ থেকে ইলিশ ঢোকার অনুমতি দিয়েছে। রাজ্য সরকারও এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে।
এদিকে, মণিপুরের জনপ্রিয় পাম্বা মাছের চাষ এবার এই রাজ্যে করা হবে বলে মন্ত্রী জানান। রবিবার পূর্ব বর্ধমানের গুসকরার যমুনা দীঘিতে এই মাছের চারা ছাড়া হবে। প্রায় পাঁচ লক্ষের কাছাকাছি পাম্বা মাছের চারা ছাড়া হবে বলে মৎস মন্ত্রী জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version