কলকাতা ব্যুরো: রাজ্যের মধ্যে টিকাকরণে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। জানা গিয়েছে, প্রত্যন্ত ঘোড়ামারা দ্বীপের সমস্ত বাসিন্দাদের কোভিড টিকাকরণের প্রথম ডোজ দেওয়ার কাজ বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ঘোড়ামারা দ্বীপ অঞ্চলে রয়েছে একটিই পঞ্চায়েত। ঘোড়ামারা দ্বীপ অঞ্চলে মোট জনসংখ্যা ৪ হাজার ৪২৯ জন। তার মধ্যে টিকা পাওয়ার যোগ্য প্রাপ্ত বয়স্ক নাগরিকের সংখ্যা ২ হাজার ৯৪২ জন। এ প্রসঙ্গে ডায়মন্ডহারবার স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশিস রায় বলেন, “‌ঘোড়ামাড়া দ্বীপে ১০০ শতাংশ মানুষকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গিয়েছে। আর এই ক’‌দিনের মধ্যে ঘোড়ামাড়া দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে সবাইকে টিকার প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করতে সাহায্য করেছে প্রশাসন ও সাগর ব্লকের স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের তাই সাধুবাদ জানাচ্ছি।”

সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, “‌সাগর ব্লক জুড়ে সমস্ত বাসিন্দাদের কোভিড প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণ কর্মসূচি চলছে ৪-‌৫ মাস ধরে। জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা শুরুর আগেই ব্লকের সমস্ত পঞ্চায়েতে দু’টি ডোজের ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যেই কাজ চলছে। প্রত্যন্ত ঘোড়ামারা দ্বীপেও বাসিন্দাদের টিকাকরণ করার উপর জোর দেওয়া হচ্ছে।”

Share.
Leave A Reply

Exit mobile version