কলকাতা ব্যুরো: আবার আজ তাঁর নামে, তাঁর গানে, কথায়, কবিতায়, ভাবনায় ডুব দেবো আমরা। কারণ তাঁকে নিয়ে বলার আলাদা ভাষা নেই বাঙালির। বাঙালির যা কিছু বলার তা বলে গিয়েছেন, তিনিই। যা কিছু ভাবার তা-ও আগেই ভেবে লিখে গিয়েছেন। আজ তাই আবারও গঙ্গা জলে গঙ্গা পুজোয় মেতেছি আমরা। প্রাণের ঠাকুরের আজ ৭৯তম মৃত্যুদিন। আসলে কোনো না কোনো ভাবে তাঁকে মনে রাখা বাঙালির মজ্জাগত। সেই মনে রাখার আজ এক বিশেষ দিন।
আর কারণে আবহে তাঁকে আজ ভার্চুয়াল স্মরণ।
আজ জন্মদিন অবন ঠাকুরেরও।

Share.
Leave A Reply

Exit mobile version