কলকাতা ব্যুরো: টোল প্লাজায় তাণ্ডবের নাম জড়ালো এক প্রাক্তন তৃণমূল সাংসদের। ওই সাংসদের নাম দশরথ তিরকি। তিনি আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ।

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলায় অসম সীমানার কাছে বারোবিশায়। সেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি টোল প্লাজা আছে। অভিযোগ, বুধবার রাতে একটি গাড়িকে প্লাজার কর্মীরা থামালে গাড়ি থেকে নেমে কয়েকজন কর্মীদের হুমকি দেয়, বন্দুক বের করে শাঁসায়। বৃহস্পতিবার দুপুরে আবার ওই গাড়িতে চড়ে একদল লোক ওই প্লাজায় কম্পিউটার, প্লাজার কাচ ভাঙে। টাকাও লুঠ করে। গাড়িটি চন্দ্রকলা তিরকির নামে পরিবহণ দপ্তরে নথিভুক্ত। চন্দ্রকলা আসলে দশরথ তিরকির স্ত্রী। গাড়িটি দশরথের বলে এলাকায় পরিচিত। হামলার সময় দশরথ ছিলেন বলে টোল প্লাজা কর্মীদের অভিযোগ। প্লাজা কর্তৃপক্ষের পক্ষ থেকে বারোবিশা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দশরথ বর্তমানে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির চেয়ারম্যান। তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দশরথের দুটি মোবাইল সুইচ অফ। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি কিছু জানেন না। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা অবশ্য সরাসরি ওই ঘটনায় দশরথ তিরকি জড়িত বলে অভিযোগ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version