কলকাতা ব্যুরো: সংক্রমণ, মৃত্যু, দুই-ই আবার বাড়লো রাজ্যে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও আবার সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী।
একমাত্র আশার আলো সুস্থতার হার। মঙ্গলবার এই হার ৭৫.৫১। এই হার জাতীয় গড়ের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৩,১৭৫ জন করোনা পজিটিভের সন্ধান মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১,২২,৭৫৩।
দৈনিক মৃত্যু ফের অনেকটা বাড়লো। সোমবার সংখ্যাটা ছিল ৪৫। ২৪ ঘণ্টার মধ্যে তা বেড়ে হয়ে গেল ৫৫। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা আড়াই হাজার পেরিয়ে হল ২,৫২৮। কলকাতায় আজ আক্রান্ত ও মৃতের সংখ্যা ৬০০ ও ১৭। উত্তর ২৪ পরগনায় ৬৬৪ ও ১১।
সোমবারের পর মৃত্যু অনেক বেড়েছে উত্তর ২৪ পরগনায়। মৃত্যুতে এই দুই জেলার সঙ্গে দুদিন ধরে টেক্কা দিচ্ছে হাওড়া। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় মৃতের সংখ্যা ৯। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ২,৯৮৭ জন। ফলে রাজ্যে আজ পর্যন্ত সংক্রমণ মুক্ত হতে পারলেন ৯২,৬৯০ জন। করোনা টেস্টও আজ লাফিয়ে বেড়েছে। একদিনে টেস্ট হয়েছে ৩৫,১০৭ জনের।

Share.
Leave A Reply

Exit mobile version