সিইএসসি র অস্বাভাবিক বিলের প্রতিবাদে এবার পথে বিশিষ্টরা। দেবেশ চট্টোপাধ্যায় সহ কিছু নাগরিক সিইএসসি র ভিক্টরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখবেন ২০ জুলাই।

কলকাতা ব্যুরো: অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে বলে বিদ্যুৎ সংস্থা সিইএসসি-র বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছিলেন সাধারণ গ্রাহকেরা। এবার তার কবলে পড়লেন খোদ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও। একমাসে তাঁর বাড়ির বিদ্যুৎ বিল এসেছে ১১ হাজার টাকা। খবরটা সামনে আসতেই অস্বস্তিতে সিইএসসি কর্তৃপক্ষ। বিষয়টি তারা বিবেচনার আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, গ্রাহকদের লাগাতার এই অভিযোগের ভিত্তিতে পিছু হটলো সিইএসসি। সংস্থার তরফে জানা গিয়েছে, যাদের অস্বাভাবিক বিল এসেছে, তারা তিনমাসে সেই বিল মেটাতে পারবেন।

এদিকে বিদ্যুৎমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বৈঠকের জন্য তলব করলেন সিইএসসি কর্তাদের।


এদিকে ওই বিদ্যুৎ সংস্থার তরফে এমন অস্বাভাবিক বিল আসার প্রতিবাদে পথে নামছেন শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দও। ২০ জুলাই সিইএসসি-র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভে সামিল হবেন দেবেশ চট্টোপাধ্যায় সহ বেশ কিছু বিশিষ্ট নাগরিক।

Share.
Leave A Reply

Exit mobile version