কলকাতা ব্যুরো: মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ অভিযোগ, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা ৷ আদিবাসী ওই মহিলার মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় হইচই পড়ে গিয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে গ্রামেরই এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। গ্রামেরই এক চাষি জমিতে কাজে যাওয়ার সময় ঝুলন্ত দেহ দেখতে পান ৷ মহিলাটিকে চিনতে পেরে গ্রামে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, ওই আদিবাসী মহিলার স্বামী কাজের সূত্রে দুবাইয়ে থাকেন। দুই ছেলেকে নিয়ে গ্রামেই থাকতেন ওই মহিলা।

শুক্রবার সন্ধ্যার দিকে ওই মহিলা গ্রামেরই একজনের বাড়ি গিয়েছিলেন ৷ অভিযোগ, সেইসময় কেউ একজন ফোন করে তাঁকে মাঠের দিকে ডাকে। যাওয়ার সময় তিন চারজন দুষ্কৃতী ওই মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় ও পরিবারের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

মৃতার ছেলে বলেন, “আমার মা পাশের বাড়ি বসে গল্প করছিল। সেইসময় তাঁকে কেউ একজন ফোন করে ডাকে। এরপর গ্রামেরই একজন দেখেছে মাকে তিন চারজন ধরে নিয়ে যাচ্ছে। জানতে পেরে গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ সকালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে গ্রামের একজন আমাদের খবর দেয়। গ্রামেরই এক ব্যক্তির উপর সন্দেহ রয়েছে। আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব ৷

মৃতার বোন জানান, আমি পাশের গ্রামে থাকি। ওকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ আত্মহত্যা করার কোনও কারণ নেই। আমরা দোষীদের শাস্তি চাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। তদন্ত শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version