কলকাতা ব্যুরো: সংস্থার আর্থিক ক্ষতি সামাল দিতে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের আধিকারিকরা আজ এক জরুরি বৈঠকে বসছেন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সৌমেন মাইতির পৌরহিত্যে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন।
সূত্রের খবর, প্রতিদিন গাড়ি চালিয়ে কিলোমিটার প্রতি ৩৫ টাকা খরচ হলে আয় হচ্ছে ২০ থেকে ২৫ টাকা মত। তা কিভাবে সামাল দেওয়া যায়, সেই সুত্র খুঁজতেই বৈঠক বলে জানা গিয়েছে।