কলকাতা ব্যুরো: সকাল ১১ টা থেকে চাক্কা জ্যামের ডাক দেওয়া হলেও, এ রাজ্যে কিন্তু চিরাচরিত ধারা মেনে ভোর থেকেই বনধের পালে হাওয়া তুলে দিলেন সর্মথকরা। সকাল থেকেই বিভিন্ন জেলায় রেললাইনে অবরোধ হল, হুঁশিয়ারি দেওয়া হলো বাস বন্ধ করতে। ফলে শহরে বাস দু-একটা চললেও, তাতে ছিল না তেমন যাত্রী।
হাওড়া শাখা থেকে শুরু করে শিয়ালদা মেন লাইন, দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ঝান্ডা হাতে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা। যাদবপুর, সোনারপুর, দক্ষিণ বারাসাত, ব্যারাকপুর, হিন্দ মোটর, কোন্নগর সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন।


গাড়ি দাঁড় করিয়ে মধ্যমগ্রামে রাস্তার মধ্যেই চলে হ্যান্ডবল খেলা। এক হাতে ঝান্ডা ধরে আর একহাতে হ্যান্ডবল খেলার চলতে থাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে কলকাতার বিভিন্ন এলাকায় সর্মথকরা মিছিল করেন। এসপ্ল্যানেড, শ্যামবাজার সহ প্রায় সর্বত্রই দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় গাড়ি চললেও তা ছিল যথেষ্ট কম। যাদবপুর এইট বি, রাস বিহারী সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেন সর্মথকরা।

Kolkata picture of nation wide strike against farmers bill
Nation wide strike continue in kolkata


যদিও কৃষক সংগঠনগুলির বক্তব্য ছিল, মানুষের অসুবিধা যাতে না হয় তা নিশ্চিত করতেই সকাল ১১ টা থেকে বেলা তিনটে পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে। তার আগে অফিস যাত্রীরা গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। আবার বিকেল তিনটের পরে সবকিছু চালু থাকবে। কিন্তু এ রাজ্যে অন্তত বাস্তবে ছবিটা আর পাঁচটা বনধের মতন ধরা পড়ল। যদিও অন্য বনধের তুলনায় এদিন লোকজনের সংখ্যা রাস্তায় ছিল অনেক বেশি। মূল শহরের আশপাশে দোকান পাট খুলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version