সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

এই প্রথম দুই দশকের সর্বাধিক ইনভেস্টমেন্ট করলো ফরেন ইনস্টিটিউশন। ৪৬ হাজার কোটি টাকা নিবেশ করে ২০শে নভেম্বর পর্যন্ত। এই বছর এখনও পর্যন্ত ৮৮ হাজার কোটি। বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবথেকে দ্রুত পরিস্থিতি সামলে উঠেছে ভারত। এই ধারণা থেকেই সবচেয়ে বেশি নিবেশ আসছে ভারতবর্ষে। তবে ভারতীয় ইনস্টিটিউশন তাঁদের মুনাফা ঘরে তুলছে। এই মাসে এখনও পর্যন্ত ৩২ হাজার কোটি টাকার শেয়ার বিক্রয় করেছে তারা। শেষ সপ্তাহে যে শেয়ার গুলি বাজার কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য হলো আদানি গ্যাস, টাটা স্টিল, গ্রাফাইট ইন্ডিয়া, বাজাজ ফিনসার্ভ।

শুক্রবার দিনের শেষে নিফটি ৮৭ পয়েন্ট, সেনসেক্স ২৮২ পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি ৩৩৩ উপরে বন্ধ হয়।

আগামী সপ্তাহে বাজার আর ও উপরে যাওয়ার সম্ভবনা। এই মুহূর্তে বাজার নিচে যাওয়ার সম্ভবনা খুবই কম।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-
Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version