সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আমরা গতকালই বলেছিলাম, শুক্রবার বাজার নিম্নমুখী থাকার সম্ভাবনা প্রবল। আজ দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৩৩৩.৮৫ ( -১৯৩.৬০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৩৫৭.১৮ (-৬৩৩.৭৬) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২৩০১১.৫০ (-৫১৯.৩৫ ) পয়েন্ট নিচে। সবচেয়ে বেশি যে তিনটি সেক্টর এ বিক্রয় করার প্রবণতা দেখা যায় তা হলো নিফটি মেটাল ( METAL ) ( -৩.০১% ), নিফটি পিএসইউ ব্যাঙ্ক ( PSU ) ( -২.৬৮% ) এবং নিফটি রিয়েলটি ( REALTY ) ( -২.৩৩% ) ।

আজ সারাদিন ধরেই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTITUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ১৮৮৮.৭৮ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশন ইনভেস্টরদের ( DII- DOMESTIC INSTITUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ৪৫৬.৮৮ কোটি টাকা।

সোমবার একই প্রবণতা থাকার সম্ভাবনা। এই মুহূর্তে একটু ধীরে চলার নীতি নেওয়াই যুক্তিযুক্ত।

চোখ রাখুন – RELIANCE INDUSTRIES, MARUTI, TCS, & BIOCON -র দিকে।

বিদেশী মুদ্রা আজ বন্ধ হয় – USDINR Rs. 73.14 ( -0.33 ), GBPINR Rs. 96.73 ( -0.73 ), EURINR Rs. 86.43 ( -0.53 ) , JPYINR Rs. 69.00 (+-0 ).

গতকাল সোনার দর ছিল ৫০৬০০ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে হয়েছে ৫০৫০০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৬৯২৬ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৬৭৫০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৭৬ টাকা কম।
গতকালের তুলনায় ১০০ টাকা কম। এনিয়ে পরপর তিনদিন কমলো সোনা ও রুপার দর।

ভারতের ফরেক্স রিজার্ভ ৪ সেপ্টেম্বর 2020 USD ACTUAL – 541.34B VS. 537.55B PREVIOUS.

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

Share.
Leave A Reply

Exit mobile version