সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

শুক্রবারের সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশের শিল্প উৎপাদনের ( Index of Industrial Production – IIP ) – হার ১০.৪% নিচে চলে গেলো। প্রধানত উৎপাদন শিল্প, খনি ও বিদ্যুৎ শিল্পের কারণে।

শুক্রবার সারাদিন বাজারের গতি ছিল মন্থর। কিছু কিছু শেয়ারের দাম উপর নিচ করলেও সেভাবে কোনও সাড়া ফেলতে পারেনি বাজারে। দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৪৬৪.৪৫ ( +১৫.২০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৮৫৪.৫৫ (+১৫.২০) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৪৭৯.৯৫ (+১৩.৭৫ ) পয়েন্ট উপরে।

দিনের শেষে আইটি (+১.২৯% ), রিয়েলটি (+১.২৭% ) এবং পিএসইউ ব্যাঙ্ক ( +০.৭৯% ) উপরে বন্ধ হয়।

বাজারে যখন কোনও নতুন শেয়ার আসে তখন তাকে বলা হয় ( IPO – INITIAL PUBLIC OFFERING OR PUBLIC ISSUE )। শেয়ার মার্কেটে নিবেশ করার একটা সহজ উপায় হল PUBLIC ISSUE নিবেশ করা। এর জন্য প্রয়োজন মোটামুটি ১৫ হাজার টাকা । আগামি দিনে প্রচুর ভালো ভালো PUBLIC ISSUE আসছে, অবশ্যই তাতে নিবেশ করুন। নিচে এই আর্থিক বর্ষে যে সব শেয়ার বাজারে আসতে চলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম দেওয়া হল।

Sl No.Company NameIssue size ( In crore )
1.Happiest Mind Technologies702.02 cr
2.CAMPS ( BACKED BY NSE )1500-2000 cr
3.Chemcon Speciality Chemical350 cr
4.UTI AMC3000 cr
5.IRFC ( Indian Railway Finance Corporation )4000 cr
6.Equitas Small Finance Bank1000 cr
7.National Stock exchange ( NSE )10000 cr
8.Gland Pharma5000-6000 cr

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.54 ( +0.08 ), GBPINR Rs. 93.87 ( -0.14 ), EURINR Rs. 86.94 ( +0.20 ) , JPYINR Rs. 69.00 (+0.07 ).

গতকাল সোনার দর ছিল ৫১,৭৭৪ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে দাম হয়েছে ৫১,৫২১ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ২৫৩ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৮,৯৯১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৮,২৯৯ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৬৯২ টাকা কম।

(Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

Share.
Leave A Reply

Exit mobile version