সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

Bloomberg Quint-র রিপোর্ট অনুযায়ী, এই সময়ের সর্ববৃহৎ চুক্তি ( deal ) হতে চলেছে Reliance Retail এবং amazon এর মধ্যে। যার আনুমানিক মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলার। amazon কে এই অফারটি দেয় Reliance Retail। এই খবরটি বাজারে আসার সাথে সাথেই রিলায়েন্সের শেয়ার দর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। দিনের শেষে রিলায়েন্স ১৫২.৬৫ টাকা বেড়ে বন্ধ হয় ২৩১৪ টাকায় ( +৭.০৬%)। ভারতে এই প্রথম কোনও কোম্পানি যার মার্কেট ক্যাপিটাল ১৫ লক্ষ কোটি টাকা ( ডলার ২০০ বিলিয়ন )। ২৫ শে মার্চ রিলায়েন্সের শেয়ার দর ছিল ৯০০ টাকা, আজ ১০ই সেপ্টেম্বর যার দাম ২৩১৪ টাকা। লক ডাউন সময়কালে প্রায় ১৫০% উপরে যায় এই কোম্পানিটি। বিগত ছয় মাসে বিশ্বের প্রথম সারির কোম্পানি রিলায়েন্স-র শেয়ার কেনায় এই দামে পৌঁছায় রিলায়েন্স। আমরা বিগত দু-তিন দিন এই শেয়ারের দিকে চোখ রাখতে বলেছিলাম।

গতকাল আমরা জানিয়েছিলাম, বাজার উপরে যাওয়ার সম্ভনা প্রবল। দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৪৪৯.০০ ( +১৭১.২৫ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৮৪০.৩২ (+৬৪৬.৪০) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৪৬৬.২০ (+১৯৯.২০ ) পয়েন্ট উপরে।

১০ই সেপ্টেম্বর পর্যন্ত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTUTIONAL INVESTOR) মোট বিক্রয় মূল্য -2426 কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( DII- DOMESTIC INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য -2229 কোটি টাকা।

আগামীকালও বাজার ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা।
চোখ রাখুন – HINDUSTAN UNI LIVER, HDFC BANK, MAHINDRA & MAHINDRA, KOTAK BANK

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.46 ( -0.08 ), GBPINR Rs. 94.51 ( -0.78 ), EURINR Rs. 87.21 ( +0.70 ) , JPYINR Rs. 69.00 (-0.07 ).

গতকাল সোনার দর ছিল ৫১, ৪০২ টাকা ( ১০ গ্রাম )। আজ যা বেড়ে দাম হয়েছে ৫১,৭৪০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত)। যা গতকালের তুলনায় ৩৩৮ টাকা বেশি।

গতকাল রুপার দর ছিল ৬৮, ৪৪৩ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে দাম হয়েছে ৬৮, ৯৩৪ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ৪৯১ টাকা বেশি।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

Share.
Leave A Reply

Exit mobile version