সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

ভারত ও চিন সীমান্ত উত্তেজনা বাজারের গতিকে শ্লথ করবে। মঙ্গলবার সারাদিন বাজারের গতি নিম্নমুখী ছিল। দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১৩৩৭.৩৫ ( -৩৭.৭০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৮৩৬৫.৩৫ (-৫১.৮৮) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২২৭৪৪.৪০ (-২০০.৬৫ ) পয়েন্ট নিচে। সবচেয়ে বেশি যে তিনটি সেক্টরে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায় তা হল নিফটি মিডিয়া ( MEDIA ) ( -৩% ) , নিফটি মেটাল ( METAL ) (-2.99% ), নিফটি রিয়েলটি ( REALTY ) ( -১.৭২% )। একমাত্র আইটি কোম্পানির শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল (+১.২০%)

আজ সারাদিন ধরেই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( FII – FOREIGN INSTUTIONAL INVESTOR ) মোট বিক্রয় মূল্য ১০৫৬.৫২ কোটি টাকা এবং ভারতীয় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ( DII- DOMESTIC INSTUTIONAL INVESTOR ) মোট ক্রয় মূল্য ৬২০.২৯ কোটি টাকা।

গতকাল আমাদের বলা যে কটি শেয়ারের দিকে চোখ রাখতে বলেছিলাম LIC HOUSING FINANCE ( +০.৪৫% ), HCL TECH ( +২.০১%) , RELIANCE INDUSTRIES (+১.১৭%) , MARUTI ( +০.২১%), TCS (+০.৯১%), & BIOCON (-১.৪৭%)। BIOCON ছাড়া প্রতিটি শেয়ারই আজ ঊর্ধ্বমুখী ছিল।

আগামীকাল বাজার নিম্নমুখী থাকার সম্ভবনাই বেশি।

এই পরিস্থিতিতে চোখ রাখুন – এফএমসিজি ( FMCG ), ফার্মা (PHARMA) এবং আইটি (IT) সেক্টরের দিকে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.60 ( +0.25 ), GBPINR Rs. 96.13 ( -0.57 ), EURINR Rs. 87.00 ( +0.21 ) , JPYINR Rs. 69.00 (+0.0 ).

গতকাল সোনার দর ছিল ৫১০৬৫ টাকা ( ১০ গ্রাম )। আজ যা কমে হয়েছে ৫০৯২৪ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১৪১ টাকা কম।

গতকাল রুপার দর ছিল ৬৮২৭১ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে দাম হয়েছে ৬৭২৬০ টাকা ( রাত ৯ টা পর্যন্ত) । যা গতকালের তুলনায় ১০১১ টাকা কম।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

Share.
Leave A Reply

Exit mobile version