সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

কলকাতা 361 এর প্রথম প্রতিবেদন থেকেই আমরা সকলকে জানিয়েছি ব্যাঙ্কিং সেক্টর থেকে দূরে থাকুন। প্রত্যেক দিন আমরা লিখেছি ব্যাঙ্কের শেয়ার ক্রয় করবেন না। গতকালের প্রতিবেদনেও আমরা একই কথা লিখেছিলাম। এমাসে এখনো পর্যন্ত ৪০০০ পয়েন্ট ব্যাঙ্ক নিফটি নিচে চলে আসে। আজ সারাদিনই বাজারে ব্যাপক পরিমানে বিক্রি লক্ষ্য করা যায়। ব্যাঙ্কিং সেক্টর ছাড়াও সমস্ত সেক্টর এই ব্যাপক ভাবে শেয়ারের দাম নিচে আসতে থাকে।

আইটি সেক্টরও এইদিন ভয়াবহ বিক্রি লক্ষ্য করা যায়। টিসিএস ( -৫.৪৮% ) ২৩৩২.২৫ ও ইনফোসিস ( -৪.৩৫% ) ৯৭৫.৪০ ব্যাপক ভাবে নিচে আসে। মোটের উপর আজ সারাদিন, যে ভাবে বিক্রির প্রবণতা দেখা গেলো তা আগামী দিনের জন্য ভাল লক্ষণ নয়।

গতকাল আমরা অ্যাপোলো হসপিটালের শেয়ার কিনতে বলেছিলাম আজকের জন্য। দিনের শেষে ১৩০ টাকা বেড়ে বন্ধ হয় ১৯৪৭.৬৫ ( +৭.১৪ % ) টাকায়।

বাজার এখন এই ভাবেই চলার ইঙ্গিত দিচ্ছে। আগামী সপ্তাহে একটু রিলিফ পেতে পারেন। আমরা আবারও বলছি আপাতত বাজার একটু বাড়লেই বিক্রি করুন। আমরা আপনাদের ঠিক সময় মতো নিবেশ করার কথা জানাবো।

দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১০৮০৫.৫৫ ( – ৩২৬.৩০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৬৫৫৩.৬০ ( – ১১১৪.৮২ ) পয়েন্ট নীচে। ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২০৪৫৬.৮৫ ( -৭২১.৬৫ ) পয়েন্ট উপরে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.90 ( +0.33 ), GBPINR Rs. 94.02 ( +0.42 ), EURINR 86.08(+0.30 ) , JPYINR Rs. 70.00 (+0.29 ).

গতকাল সোনার দর ছিল ৪৯৫০৮ টাকা ( ১০ গ্রাম )। যা বেড়ে দাম হয়েছে ৪৯৯৪০ ( + ০.`৮৭% ) টাকা । যা গতকালের তুলনায় ৪৩২ টাকা বেশি ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৫৮৪৮৮ টাকা ( প্রতি কেজি )। আজ যা বেড়ে হয়েছে ৫৮৮১৬ ( +০.৫৬% ) টাকা । যা গতকালের তুলনায় ৩২৮ টাকা বেশি। ( রাত ৯ টা পর্যন্ত )

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version