সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ সকাল থেকেই গত দিনের মতই ভারী মাত্রায় বিক্রি লক্ষ্য করা যায় । ফার্মা এবং আইটি ছাড়া সমস্ত সেক্টরই ছিল দুর্বল।অনুমান করা যায়, সপ্তাহের বাকি দিন গুলোতেও এই প্রভাব থাকবে। এই মুহূর্তে বিক্রি বা মুনাফা ঘরে তোলার ঝোঁক বেশি বাজারে। অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই প্রবণতা থাকবে আশা করা যায়।

কিছু বড় শেয়ার ছাড়া এই মুহূর্তে ইনভেস্টমেন্ট না করাই ভালো। আমরা আবার ও বলছি মুনাফা থাকলে ঘরে নিন। আমরা আপনাদের ঠিক সময় মতো জানাবো ইনভেস্টমেন্টর সময়।

লংটার্ম ইনভেস্টররা রিলায়েন্স ইন্ডাস্ট্রি, বায়োকন এবং হিন্দুস্তান ইউনি লিভারের শেয়ার কিনতে পারেন।

শুক্রবার দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১১৫৩.৬৫ ( -৯৬.৯০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৭৭৩৪.০৮ ( -৩০০.০৬ ) পয়েন্ট এবং ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২১১৩৯..১০ ( -২২৭.৭০ ) পয়েন্ট নিচে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.58 ( +0.20 ), GBPINR Rs. 93.67 ( -0.60 ), EURINR Rs. 86.08 ( -0.50 ) , JPYINR Rs. 70.00 (0 ).

গতকাল সোনার দর ছিল ৫০,৪৭১ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৫০,২৬৯ ( -০.৪০% ) টাকা । যা গতকালের তুলনায় ২৩৯ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬১,৩১৬ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৬০,৭৯৫ ( -০.৮৫% ) টাকা । যা গতকালের তুলনায় ৫২১ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত ) ।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version