কলকাতা ব্যুরো: (ছবি সৌজন্যে- এ এন আই) টানা তিন দিন জেরা করার পর অবশেষে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নারকটিকস কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করল রেহা চক্রবর্তীকে। এখনো সরকারিভাবে তার গ্রেপ্তারের খবর প্রকাশ করা না হলেও কাগজপত্র তৈরীর জন্য এনসিবি কিছুটা সময় নিচ্ছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক সূত্রের খবর আজই রেহাকে হাজির করা হতে পারে আদালতে। সৌভিক সহ সুশান্ত ঘনিষ্ঠ তিনজনের সঙ্গেই তাকেও ফের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করতে চলেছে এনসিবি।

Share.
Leave A Reply

Exit mobile version