কলকাতা ব্যুরো: আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সপ্তাহখানেক আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, খুচরো বাজারে ২৫ টাকা কেজি দরেই আলু বিক্রি করতে হবে। যদিও এর মধ্যে শহরের প্রায় কোনো বাজারেই আলুর দাম কমেনি। জ্যোতি আলু কোনো বাজারেই ৩২ টাকার কম নয়। আর চন্দ্রমুখী আলু ৩৫ টাকার কম নয়। দাম কমা তো দূরের কথা, এমনকি কোনো কোনো বাজারে বেড়েছে আলুর দাম।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আলুর দাম খতিয়ে দেখতে শহরের বাজারগুলিতে হানা দেয়। একটি টিম দক্ষিণে, একটি বেহালা ও সংলগ্ন এলাকায়, একটি পূর্ব কলকাতা আর একটি মধ্য ও উত্তর কলকাতার বাজারগুলিতে হানা দেয়।

Share.
Leave A Reply

Exit mobile version