কলকাতা ব্যুরো : সারা পৃথিবী করোনার গ্রাসে। মানুষের মনে নেই আনন্দ বা উৎসাহ। এর থেকে মুক্তিই এখন মানুষের একমাত্র কাম্য। এই মরুভূমি রূপ পৃথিবীতে এবার রং আনতে উপস্থিত পাথুরিঘাটা ৫-র পল্লীর দুর্গোৎসব। তাই তাদের দূর্গা পুজোর থিম এবার মরুতে রঙের ছটা। এমনই জানালেন ওখানকার জেনারেল সেক্রেটারি জয় বিশ্বাস। মহামারী রূপ করোনা বিনাশ করার জন্যই এবারে যে দুর্গার আগমন সে কথা বলা বাহুল্য। এবারের অসুর তাই করোনা। সেই অসুর বধ করে অন্ধকার মরুভূমি আবার আলোর ছটায় ভরিয়ে দেবেন মা এটাই কামনা এই পূজা কমিটির।

এবারে ৮১ বছরে পদার্পণ করলো এই পূজা। ঠাকুর তৈরির দায়িত্বে এবার সন্দীপ মুখোপাধ্যায়। উদ্বোধনে আসছেন শশী পাঁজা। কিন্তু বাজেট কমে গেছে এবার । আগের বারের ১২ লাখের বাজেট এবারে সাড়ে চার লাখে এসে দাঁড়িয়েছে। পূজো দেখা যাবে ফেসবুক লাইভে। উদ্বোধন চতুর্থী রাতে।

Share.
Leave A Reply

Exit mobile version