কলকাতা ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হলো। সোমবার সকালেই এসএসকেএমের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়। হাসপাতাল চত্বরে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। সোমবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুল্যান্সে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসার জন্য ভুবনেশ্বর নিয়ে যায় ইডি। নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয় কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর গেট। এই গেট দিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের অ্যাম্বুল্যান্সে প্রবেশ করে। গোটা এলাকা বিধাননগর পুলিস কমিশনারেট ছাড়াও সিআইএসএফের কর্মীরা ঘিরে রাখে।

পার্থর সঙ্গে এসএসকেএমের কার্ডিওলোজি বিভাগের এক জন চিকিৎসকও ভুবনেশ্বর যান বলে খবর। সেখানে চার সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চলবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা। আজ বিকেলে সেই সংক্রান্ত রিপোর্ট নিয়ে বিশেষ আদালতে পেশ করবে ইডি।

YouTube video player

রবিবার আদালতের নির্দেশে ছিল, এইমসে চিকিৎসা হবে তৃণমূল মহাসচিবের। আরও নির্দেশ, পার্থকে পরীক্ষা করবেন কার্ডিওলজি, ইউরোলজি সহ একাধিক বিভাগের চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট কাল বিকেল ৩টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে। কারণ বিশেষ আদালতে বিকেল ৪টের সময় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি।

শনিবারই পার্থ চট্টোপাধ্যায়কে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। তারপরই অসুস্থ হয়ে পড়েন বর্তমান শিল্পমন্ত্রী। ভর্তি হন এসএসকেএমে। পার্থর এসএসকেএমে ভর্তি হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে ইডি।তাদের দাবি ছিল, এসএসকেএমের চিকিৎসকরা তদন্তকারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। প্রয়োজনে কল্যাণী এইমস বা ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে পার্থর চিকিৎসা করানোর প্রস্তাব দেয় ইডি।

রবিবার এই মামলার শুনানিতেই হাইকোর্ট বলে, কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিগ্রস্ত। ফলে সেখানে চিকিৎসা সম্ভব নয়। এর পরই ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশ, সোমবার পার্থর সঙ্গে তাঁর আইনজীবী ছাড়াও ভুবনেশ্বর যাবেন এসএসকেএমের কোনও একজন চিকিৎসক। চেকআপের রিপোর্ট বিকেল ৩-টের মধ্যে ইডির বিশেষ আদালতে পেশ করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version