ফারাকগুলো নজরে আসে সাদা-কালোর মতোই

ঐশ্বর্যা সরকার, মেলবোর্ন চোখে বড় স্বপ্ন ও বুকে ভয় নিয়ে ২০১৮-র জুলাই মাসে পাড়ি দিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। গরমের দাবদাহ সহ্য করে যখন এমবিএ পড়ার জন্য মেলবোর্নের বিমানে উঠি, তখনও ভাবতে পারিনি, সে দেশে পৌঁছে ঠান্ডায় কাবু হতে হবে। জুলাইয়ের গরমে কলকাতাবাসী যখন হাঁসফাঁস করছে, তখন মেলবোর্নকে ঢেকে রেখেছে ঠান্ডার চাদর।যাইহোক, এয়ারপোর্ট থেকে বেরিয়ে রওনা দিলাম গন্তব্যের … Continue reading ফারাকগুলো নজরে আসে সাদা-কালোর মতোই