কলকাতা ব্যুরো: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন না আক্রান্তরা। সোমবার ভোট পরবর্তী মামলার শুনানিতে এবার এমনই সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে, সিবিআই এবং বিশেষ তদন্তকারী দল (সিট)-কে তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিল হাইকোর্ট।

এদিন শুনানি চলাকালীন বিচারপতি প্রকাশ শ্রী বাস্তব ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায়, তদন্ত এখনও পর্যন্ত কত দূর এগিয়েছে। তাতে সিবিআই এবং সিট জানায়, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। এই মুহূর্তে তদন্ত কোথায় দাঁড়িয়ে তা জানাতে বন্ধ খামে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। চূড়ান্ত রিপোর্ট জমা দিতে আরও কিছুটা সময় লাগবে বলে জানায় দুই সংস্থাই। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। তারপরই আদালত জানায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন না আক্রান্ত এবং তাঁদের পরিবার।

Post poll violence hearing reaction by lawyear

বিধানসভা নির্বাচনের পর শাসকদলের হাতে তাদের কর্মী এবং সমর্থকেরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করে আসছে বিজেপি। সেই মামলা আদালত পর্যন্ত গড়ায়। হস্তক্ষেপ করে জাতীয় মানবাধিকার কমিশনও। অভিযোগ ওঠে, বিরোধী শিবিরের কর্মী এবং সমর্থকদের উপর একের পর এক হামলা হয়েছে। মারধর করা হয়েছে সকলকে। ভেঙে দেওয়া হয়েছে বাড়ি-ঘরও। এছাড়া খুনের ঘটনা তো আছেই। ধর্ষণ এবং নারী নির্যাতনেরও একাধিক অভিযোগও সামনে এসেছে।

মানবাধিকার কমিশনের এই রিপোর্টের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকেও। এনিয়ে ৪ অক্টোবর শুনানি চলাকালীন, প্রাথমিক একটি রিপোর্ট জমা দেয় তদন্তকারীরা। আর সোমবার দ্বিতীয় রিপোর্টটি পেশ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version