কলকাতা ব্যুরো: মাদক কাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খান। শনিবার রাত থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছিল এনসিবি। রবিবার দুপুরেই গ্রেফতার করা হলো আরিয়ানকে। তবে আরিয়ানের দাবি, তাঁকে ওই পার্টিতে ভিআইপি অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল মাত্র।

এদিন এনসিবি চিফ এস এন প্রধান তদন্ত প্রসঙ্গে বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে তদন্ত চালাচ্ছি। তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি বলিউড বা প্রভাবশালী ব্যক্তির যোগ থাকে, থাকুক। আইন আইনের পথেই চলবে।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা মুম্বইতে অভিযান চালাতে থাকব। যদি তথ্য দেখেন, তাহলে বুঝবেন গত এক বছরে ৩০০টিরও বেশি অভিযান চালানো হয়েছে। তদন্ত চলতে থাকবে। মামলায় বিদেশি নাগরিকের নাম জড়াক, ধনী ব্যক্তির নাম জড়াক বা বলিউড তারকার, তদন্ত থামবে না।’

প্রসঙ্গত, শনিবার রাতে গোয়াগামী এক প্রমোদতরী থেকে আরিয়ান খান সহ আটজনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। দীর্ঘ তিন ঘন্টা আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করেন এনসিবি-এর অফিসাররা। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। খতিয়ে দেখা হয়, শেষ কয়েকদিন কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে কথা বলেছেন আরিয়ান। এরপরই আরিয়ান খান সহ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করে এনসিবি। এনসিবি সূত্রের খবর, সকাল থেকেই জেরা করা হয় আরিয়ানকে। মাদক নেওয়ার কথা অস্বীকার করেন আরিয়ান। তিনি জানিয়েছেন, তিনি কখনই মাদক সেবন করেননি। ইতিমধ্যেই ছেলের জন্য বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ খান। সতীশের প্রতিনিধিরা এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছেন। সেখানে হাজির শাহরুখ পত্নী গৌরী খানও। 

শনিবার রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই হানা দিয়েছিল এনসিবি। তাঁরা জানতে পারে রেভ পার্টি হওয়ার কথা আছে মাঝ সমুদ্রে। যাত্রী বেশে হাজির হন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। আর তারপর পার্টি শুরু হলে আটক করা হয় আট জনকে। শোনা যায় গত দুসপ্তাহ ধরেই তাঁদের উপর নজর রেখেছিল এনসিবি। সেই পার্টি থেকেই অফিসাররা  আটক করেন আটজনকে। সেখান থেকে তাঁদের নিয়ে আসা হয় দক্ষিণ মুম্বইয়ের বলার্ড এস্টেট অফিসে।

এনসিবি-এর তরফ থেকে জানানো হয়েছে, ওই মাদক পার্টি থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সব মিলিয়ে মাদক নেওয়ার অভিযোগে আটক করা হয় ছয়জন পুরুষ ও দুই জন মহিলাকে। এরই মধ্যে অন্যতম নাম আরিয়ান খান।

আরিয়ান ছাড়াও যে সাতজনের নাম উল্লেখ রয়েছে এই তালিকায় রয়েছে মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইশমিত সিং, মোহক জয়সওয়াল, বিক্রান্ত চোকার, গোমিত চোপড়া ও আরবাজ মার্চেন্ট। এদের মধ্যে মোহক,নুপূর ও গোমিত তিনজন দিল্লির বাসিন্দা, বাকিরা থাকেন মুম্বইয়ে। 

Share.
Leave A Reply

Exit mobile version