কলকাতা ব্যুরো: সকালে নরেন্দ্র মোদি বক্তব্য রাখলেন। শুধুমাত্র বাংলার জন্য। বাংলার দূর্গাপুজোর জন্য। সেখানে তার মুখে উঠে এলো বাবা লোকনাথ, ঋষি অরবিন্দের মত মনীষীরা। এই করোনা আবহে দেবীর কাছে সুস্থ দেশ গড়তে আহ্বান জানালেন তিনি।

Vartual Modi in Durga puja and his regiment

সল্টলেকে বড় বড় জায়েন্ট স্ক্রীন টাঙ্গানো হয়েছিল আগেই। পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল টিভিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই বক্তৃতা ভার্চুয়াল মাধ্যমে শুনলেন অনেকে। দেখলেন তার ভক্তরা। দুর্গাপুজোর উদ্যোক্তারা।

Share.
Leave A Reply

Exit mobile version