কলকাতা ব্যুরো: ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। বেশ কিছু বিষয়ে দুই দেশের আলোচনা চূড়ান্ত হবে সেখানে। তার আগে নির্দিষ্ট কিছু বিষয় প্রাথমিক কথাবার্তার প্রয়োজন আছে বলে মনে করে দুই দেশ। তাই আজ বৈঠকে বসছে দুই দেশের জয়েন্ট কনসালটেটিভ কমিশন। বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং ঢাকার তরফে বিদেশ মন্ত্রী কে আব্দুল মমিন।

এই বৈঠকে মূলত রোহিঙ্গা সমস্যা, বেশকিছু নদীতে জল ভাগ, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা। প্রাথমিকভাবে ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী মুহুরী, গোমতী, ধরলা এবং দুধকুমার নদীর জল বন্টন নিয়ে আলোচনার কথা রয়েছে এই কূটনৈতিক বৈঠকে। এর আগে এ ব্যাপারে শেষ বৈঠক হয় ২০১০ সালে. আবার গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সমায় এ নিয়ে আলোচনা হয়েছিল।

ঢাকা ট্রিবিউনকে সেদেশের বিদেশমন্ত্রী বলেছেন, ভারত, বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু। তবে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের দু’দেশের মধ্যে আলোচনার প্রয়োজন আছে। দু দেশের প্রধানমন্ত্রী ডিসেম্বরে বৈঠক করার কথা। তার আগেই এই বিষয়গুলো নিয়ে দু’দেশের কূটনৈতিক স্তরে আলোচনা জরুরি বলে মনে করে বাংলাদেশ।

Share.
Leave A Reply

Exit mobile version