কলকাতা ব্যুরো : প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয় ভারতে। এ বছরও তার ব্যাতিক্রম হবে না। বাংলাদেশের ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গে। ইলিশ রপ্তানির দরজা খুলেছে ঢাকা। বৃহস্পতিবার‌ই বাংলাদেশ বানিজ্য মন্ত্রণালয়ের ইলিশ রপ্তানি সংক্রান্ত অনুমতিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে এসে গেছে বলে খবর। নির্দেশিকা অনুযায়ী অক্টোবর ১০ এর মধ্যেই ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানো যাবে। পুজোর মধ্যেও ইলিশ রপ্তানি চলবে বলে আশা করা হচ্ছে।

গতবার ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এবার প্রায় নটি সংস্থাকে কম করে ১৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। পশ্চিমবঙ্গের মৎস্য মন্ত্রক থেকে খবর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে ইলিশ আনতে সব রকম সহযোগিতা করবে রাজ্য। ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন থেকে জানানো হয় আগামী সপ্তাহেই ইলিশ আমদানির চেষ্টা চলছে। পেট্রপোল সীমান্ত দিয়ে ইলিশ ঢুকবে কলকাতায়। কিছু যাবে হাওরা ও শিলিগুড়ি ও। পদ্মার ইলিশের দাম ১৩০০ টাকার আশপাশ ই থাকবে বলে আশা কারবারিদের।

Share.
Leave A Reply

Exit mobile version