কলকাতা ব্যুরো- দমদমকে করিডর করে বাংলাদেশ থেকে সোনা আসছে কলকাতায়। এই খবর পাওয়া মাত্রই শনিবার দমদম স্টেশনে শুরু হয় তল্লাশি। স্টেশন থেকে এক সন্দেহজনক ব্যক্তিকে ধরে তার কাছ থেকে ছ’টি সোনার বিস্কুট উদ্ধার করে পুলিশ। ওজন ছ’শো গ্রাম। সেই সোনার বিস্কুটের মূল্য ত্রিশ লক্ষ টাকারও বেশি। পুলিশ মাধ্যম জানা গেছে, ধৃত ব্যক্তি বনগাঁ লোকালে এসে দমদম স্টেশনে নেমে মেট্রো ধরতে যাওয়ার আগেই ধরা পড়ে পুলিশের কাছে। ধৃত যুবকের নাম কমলেশ রায়। বনগাঁ পল্লিশ্রী এলাকার বাসিন্দা। রেল পুলিশ সুপার জানান, টাকার বিনিময়ে নির্দিষ্ট স্থান থেকে নির্ধারিত জায়গায় ওই সোনা পৌঁছে দেওয়াই কাজ ছিল ওই বাক্তির। ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে সোনার বিস্কুটগুলি কোথায় নিয়ে যাচ্ছিল সে ? 

বাংলাদেশ থেকে সোনার বিস্কুটগুলি কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশ থেকে নানা সময় যে প্রচুর পরিমাণ সোনা এদেশে আসে। শিয়ালদহের মতো জনবহুল স্টেশনের থেকে পাচারকারীরা বেশি নিরাপদ দমদম স্টেশনকে মনে করে। তাই সেইমত দমদমকে পাচারের মূল রাস্তা হিসাবে টার্গেট করেছে পাচারকারিরা অনুমান পুলিশের। রেল পুলিশের সুপার জানিয়েছে, সামনেই নির্বাচন সেই লক্ষে যাত্রীদের উপর নজর রাখা হচ্ছিল। বনগাঁ থেকে দমদমে এক যাত্রী নামার পরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছের ব্যাগ থেকে উদ্ধার হয় ছ’টি সোনার বিস্কুট। প্রতিটির ওজন একশো গ্রাম। সেগুলির মূল্য ৩০ লক্ষ টাকার মতো।

Share.
Leave A Reply

Exit mobile version