কলকাতা ব্যুরো: করোনা অবহের মধ্যেই বড়দিনের উৎসব আর নববর্ষের ভিড় যখন সংক্রমণ বাড়ানোর আশঙ্কা আরো দীর্ঘ করছে, তখনই সংক্রমণ নিয়ন্ত্রণে খুশির খবর দেশে। এবার নাবালকদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা হল দেশে। নতুন বছরে ৩ জানুয়ারি থেকে ছোটদের এই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যদিও আপাতত ১২ থেকে ১৮ বছরের কিশোর- কিশোরীদের জন্য এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড়দিনের সন্ধ্যায় এই কথা ঘোষণা করেছেন।

PM Modi's address to the Nation | 25th December 2021 | PMO

ভারত বায়োটেক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ছোটদের ভ্যাকসিনের পরীক্ষা শেষ। এবার তা নাগরিকদের মধ্যে দেওয়ার কাজ শুরু হবে। যদিও এর আগে শিশু থেকে ১৮ বছর পর্যন্ত ভ্যাকসিনের ব্যবস্থা করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এদিন কিশোরদের ক্ষেত্রে তা কার্যকরের দিনক্ষণ জানানো হলেও, ১২ বছর বয়স পর্যন্ত নাবালকদের জন্য ভ্যাকসিন এর ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে কোন সূত্র দেওয়া হয়নি।

বড়দিনে আরো এক খুশির খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনার আবহে যারা সামনে থেকে লড়াই করেছেন, তাদের জন্য বাড়তি ডোজ এর ব্যবস্থা করা হয়েছে। ১০ জানুয়ারি থেকে তারা সেই ডোজ নিতে পারবেন। এছাড়াও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ থাকলে তারাও এই বাড়তি ডোজ পাওয়ার অধিকারী সব মিলিয়ে বড়দিনে আপাতত আরো ভ্যাকসিন এবং নাবালকদের একাংশের ভ্যাকসিনের বন্দোবস্ত, অবশ্যই দেশের জন্য বড় খবর।

Share.
Leave A Reply

Exit mobile version