কলকাতা ব্যুরো: নিজের খেলা আরো স্বাভাবিকভাবে খেলতে কেকেআর দলের অধিনায়কের পদ ছাড়লেন দীনেশ কার্তিক। অধিনায়কত্ব ছাড়তে গিয়ে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন, আরো বেশি খেলায় মনোনিবেশ করার সঙ্গে সঙ্গেই নিজের ব্যাটিংকে তিনি আরও উন্নত করতে চান। সে কারণেই তিনি চান, তাকে ওই পদ থেকে সরিয়ে ইয়ন মরগানকে দায়িত্ব দেওয়া হোক।

কেকেআর কর্তৃপক্ষ কার্তিকের এই প্রস্তাব মেনে নিয়েছে। কেকেআরের সিইও বিনয় মাইসোর সংবাদমাধ্যমকে বলেছেন, দীনেশ এর মত ক্যাপ্টেন পাওয়া ভাগ্যের ব্যাপার। যিনি সব সময় দলের কথাই সবচেয়ে আগে মাথায় রাখেন। তবে এবার আমরা যাকে অধিনায়ক হিসেবে পাবো, মাথায় রাখতে হবে তিনিও ২০১৯ ওয়ার্ল্ড কাপ বিজয়ী দলের অধিনায়ক ছিলেন। সেই মর্গান এবার কেকেআরের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। কেকেআর মনে করে, মর্গান অধিনায়কের দায়িত্ব নিলে দল আরো শক্তিশালী হবে। কারণ কার্তিকের সঙ্গে মরগানের বোঝাপড়া যথেষ্টই ভালো। দুজনাই লড়াকু ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স তাই কার্তিককে অভিনন্দন জানিয়েছে, অধিনায়ক হিসেবে আড়াই বছর ধরে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version