কলকাতা ব্যুরো : দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিবছর কালী পূজার পরের দিন ভোগ বিতরণ করা হতো। এ বছর সেই ভোগ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।করোণা পরিস্থিতিতে সংক্রমণ এড়ানোর জন্যই এবং সকলের স্বাস্থ্যর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

প্রতিবছর কালীপুজোর দিন ভবতারিণীর মন্দির থেকে মহাপ্রসাদ বিলি করা হতো। কিন্তু এবার সেই মহাপ্রসাদ থেকে বঞ্চিত হবেন ভক্তরা। তবে কালীপুজোর দিন মন্দির খোলা থাকবে বলে জানা যাচ্ছে। কিন্তু অন্যান্য বছরের মতো মন্দিরে রাত কাটাতে পারবেন না ভক্তরা। ছট পুজোর দিন মন্দির বন্ধ থাকবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version