কলকাতা ব্যুরো: সুস্থতার হার বাড়লো। দৈনিক সংক্রমণ মুক্তের সংখ্যা আবার ৩ হাজারের ওপর উঠেছে। দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে কমল মাত্র ১২।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩,১৬৫ জন। অর্থাৎ, দৈনিক সংক্রমণ সেই একই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আছে। কমছে না। প্রত্যেক সোমবার দেশের পরিসংখ্যানে দৈনিক সংক্রমণে যে পতন দেখা যায়, তার প্রতিফলন কিন্তু রাজ্যে নেই। কেন? কোন ব্যাখ্যা নেই সরকারের। যেমন ব্যাখ্যা নেই দেশে কেন প্রত্যেক সোমবার সংক্রমণ কমে, এই প্রশ্নের।
সংক্রমণের এই স্থিতাবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রশংসা কুড়োচ্ছে বাংলা। কিন্তু রাজ্যের মৃত্যুহারে আবার উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সোমবারও রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে কেন্দ্র মৃত্যুহার কমানোর পরামর্শ দিয়েছে। আর ঠিক সেইদিনই দৈনিক মৃত্যু গত একমাসের রেঞ্জকে ছাপিয়ে গেল।
এই একমাস দু-একদিন বাদে দৈনিক মৃত্যু থাকত ৫০ থেকে ৬০-এর মধ্যে। সোমবার সেই অঙ্কটা উঠে গেল ৬২-তে। সংক্রমণে স্থিতাবস্থা থাকলেও এই মৃত্যুর তালিকার শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় করোনার বলি ১৯। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটি ৭। এছাড়া ৫ জন বাঁকুড়ার, ৪ জন করে হাওড়া ও হুগলির, নদিয়ার ৩, পুরুলিয়ায় ২ ও ১ জন করে মৃত্যু হয়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। রাজ্যে মোট মৃত্যু সোমবার পর্যন্ত ৪,৪২১। মোট আক্রান্তের সংখ্যা ২,২৪,৩০২। মোট সংক্রমণ মুক্ত ১,৯৮,৯৮৩। অর্থাৎ সংক্রমণ মুক্তি এখন ২ লক্ষের দোরগোড়ায়।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৩,০১১। জেলা স্তরে সংক্রমণে স্থিতাবস্থাই আছে। কলকাতায় একদিনে আক্রান্ত ৫২৮ জন, সংক্রমণ মুক্ত ৬১৯ জন। উত্তর ২৪ পরগনায় এই একই সময়ে করোনা পজিটিভ ৫১৫ ও সুস্থ ৬৬৪। অন্যান্য জেলায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে হাওড়ায় ২১০ ও ১৬৬, বাঁকুড়ায় ১৪৮ ও ১২৯, হুগলিতে ১৩৪ ও ২৭২, দক্ষিণ ২৪ পরগনায় ১৯০ ও ১৩৩, নদিয়ায় ১১১ ও ৮৫ ও পুরুলিয়ায় ৭৫ ও ৪৩।

Share.
Leave A Reply

Exit mobile version