কলকাতা ব্যুরো: বিশ্বকর্মা পুজো আর ঘুড়ি ওড়ানো যেন সমার্থক। এ বছর অবশ্য তা হচ্ছে করোনা আবহে। সে কারণে ঘুড়ির মাধ্যমেই কোভিভ -১৯ বিরোধী প্রচারের উদ্যোগ নেওয়া হলো কলকাতায়। অভিনব এই উদ্যোগ মেডিকেল ব্যাঙ্কের। বুধবার চললো সেই প্রচার।
Previous Articleনতুন সংসদ ভবন নির্মাণের বরাত পেলো টাটা গোষ্ঠী
Next Article বচ্চন পরিবারের বাড়ির নিরাপত্তা বাড়ানো হলো