কলকাতা ব্যুরো: এক দুর্যোগের রেশ না কাটতেই ফের আরও একটি দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহ শেষে বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পরপর দুটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত এগিয়ে আসতে পারে বাংলা-ওড়িশা উপকূলের দিকে। একটি ২৬ সেপ্টেম্বর, অন্যটি ২৮ সেপ্টেম্বর। এরমধ্যে দ্বিতীয়টি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণতি পেতে পারে বলে আশঙ্কা।

পাশাপাশি, আগামী সোমবার মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগাম দুর্যোগের পরিস্থিতি মাথায় রেখেই দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি করেছে নবান্ন। লাগাতার বৃষ্টি, বন্যা পরিস্থিতি, উদ্ধারকাজ নিয়ে বুধবার নবান্নে জরুরি বৈঠক সারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। কলকাতা পুরসভার কমিশনারও বৈঠকে উপস্থিত ছিলেন।   

প্রসঙ্গত, ভবানীপুরে কোনওভাবে যাতে জল না জমে সেজন্য মুখ্যসচিব বিশেষ নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বিনোদ কুমারকে। অন্যদিকে বুধবার সকালে ফের রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। আহত আরও দু’জন। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার বাঁকা এলাকায়। মৃতদের নাম সমীর পাল (৩২) ও বিশ্বনাথ ভুঁইঞা (২৯)। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মিলন ভুঁইঞা এবং শেখ ফারুক। জানা গিয়েছে এদিন সকালে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। তখনই আচমকা বজ্রপাত হওয়ায়, মাঝ নদীতেই মৃত্যু হয় দু’জনের।

Share.
Leave A Reply

Exit mobile version