কলকাতা ব্যুরো: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই নতুন করে মাথাচাড়া দিয়েছে পদ্মশ্রী প্রত্যাখ্যান প্রসঙ্গ। এ বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাখ্যানের ঘটনায় রাজ্যকেই দায়ী করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, জোর করে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী নিতে দেওয়া হয়নি। তবে দিলীপ ঘোষের বক্তব্যের পাল্টা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সন্ধেয় প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপর থেকে অনেকেই দাবি করেছেন, পদ্মশ্রী ইস্যুতে মানসিক চাপের কারণেই এই পরিণতি হয়েছে শিল্পীর।

এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করে তিনি বলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়কে জোর করে পদ্মশ্রী সম্মান নিতে দেয়নি রাজ্য। তৃণমূল নিজেদের স্বার্থে ওনাকে এই সম্মান থেকে বঞ্চিত করেছেন। ওনার মতো শিল্পীকে শেষ বয়সে রাজনীতির শিকার হতে হলো। এখনও পর্যন্ত আমরা কোনও ভিডিও দেখিনি, যেখানে তিনি বলেছেন যে পদ্মশ্রী প্রত্যাখ্যান করতে চান। অডিও বার্তাও পাইনি। তৃণমূল নেতারাই কেবলমাত্র এমনটা দাবি করছেন। দিলীপ ঘোষের অভিযোগ, গুণীজনদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল।

তবে বিজেপি নেতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, এসব বলে ওনারা প্রমাণ করছেন যে রাজনৈতিকভাবে কতটা হীন তাঁরা। শিল্পীর মৃত্যুর দিনেও রাজনীতি করছে। কেন্দ্র তো ওনাকে নিয়ে আগেই রাজনীতি করেছে। আজকের দিনে এসব নিয়ে কিছু বলতেই চাই না। আমরা শোকাহত। মমতা দি খুব কষ্টের মধ্যে রয়েছেন। এখন এসব প্রসঙ্গে আলোচনা করতেই চাই না।

উল্লেখ্য, বুধবারই অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পদ্মশ্রী ইস্যুতে সন্ধ্যা মুখোপাধ্যায় ব্যথিত হওয়ার প্রসঙ্গে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেক দিয়েছেন। কিন্তু জীবনে কিছুই পাননি। মানুষের ভালবাসা একটা পদ্মশ্রীতে হয় না। কিন্তু ওনার অনেক আগে আরও বড় সম্মান পাওয়ার ছিল। শেষ বয়সে ধাক্কা খেলেন। চরম অপমানিত বোধ করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version