কলকাতা ব্যুরো: ভবানীপুর উপনির্বাচন নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, তার সবক’টিই খারিজ করে দিল নির্বাচন কমিশন। ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাও খারিজ করে দিয়েছে কমিশন। বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে ২৩টি অভিযোগ জমা পড়ে। এই ২৩টি অভিযোগই খারিজ করে দিয়েছেন উপ নির্বাচনী আধিকারিক দক্ষিণ অবনীন্দ্র সিং। তিনি জানিয়েছেন, সব অভিযোগই ভিত্তিহীন।

এদিন সকাল থেকে সামশেরগঞ্জ, জঙ্গিপুর ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ৪১টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ে। এর মধ্যে ২৩টি অভিযোগই ছিল হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরকে কেন্দ্র করে। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনা বিজেপির সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন ডিইও দক্ষিণ অবনীন্দ্র সিং।

প্রসঙ্গত, এদিন ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ এনেছিল বিজেপি। তাঁদের নজরবন্দি করারও দাবি জানিয়েছিল। তবে বিজেপির সেই অভিযোগও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে আসেনি বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ভবানীপুরের ১৫১, ১৬০, ১৬২ ও ১৭২ নং বুথে রিগিং-এর যে অভিযোগ জমা পড়েছিল, তাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।

Share.
Leave A Reply

Exit mobile version