কলকাতা ব্যুরো: শেষ মুহূর্তে অমিত শাহের কর্মসূচিতে বদল। জানা গিয়েছে, সাংগঠনিক কোনও বৈঠক নয়, শনিবার মেদিনীপুরে প্রকাশ্য জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই শুভেন্দু অধিকারীর হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়ার কথা তাঁর। বাংলার মাটিতেই নিজের গড়ের মানুষকে সাক্ষী রেখে বিজেপি সেনাপতি অমিত শাহের হাত ধরে পদ্মশিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন শুভেন্দু ৷ সূত্রের খবর, কাঁকসার গোপন বৈঠকে নিজেই একথা জানিয়েছেন শুভেন্দু।

প্রসঙ্গত, বুধবার বিধানসভায় ইস্তফা জমা দেওয়ার পরই সোজা কাঁকসায় বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ সুশীল মণ্ডলের বাড়িতে যান শুভেন্দু৷ সেখানে সুশীল ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের বিক্ষুব্ধ পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারি ও পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী ৷ সেখানেই নিজের রাজনৈতিক ভবিষ্যত পরিকল্পনার কথা জানান শুভেন্দু ৷

ঠিক ছিল শনিবার মেদিনীপুরে পৌঁছে পাঁচ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। কথা বলবেন কৃষকদের সঙ্গে। কিন্তু হঠাৎই কর্মসূচিতে পরিবর্তন। বৈঠক নয়। শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে প্রকাশ্য জনসভা করবেন অমিত শাহ। তবে শুধু শুভেন্দুই নয়, ১৯ তারিখের এই জনসভায় বিজেপিতে যোগ দিতে পারেন একাধিক তৃণমূলের নেতা, সাংসদ ও বিধায়ক৷

Share.
Leave A Reply

Exit mobile version