কলকাতা ব্যুরো: আবার প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অধীর রঞ্জন চৌধুরী। বুধবার কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী সোমেন মিত্রর জায়গায় অধীর চৌধুরীকে বসানোর নির্দেশ দিয়েছেন।
এর আগেও অধীর প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। তবে বহরমপুরের সাংসদ অধীর প্রদেশের দায়িত্ব নিলেও আব্দুল মান্নান এর সঙ্গে রসায়ন কি হবে তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে।

[3d-flip-book mode=”fullscreen” id=”12174″ ][/3d-flip-book]

Share.
Leave A Reply

Exit mobile version