এক নজরে

সাফারিতে বন্ধ হাতি

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: রাজ্যের চিড়িয়াখানা গুলি ২ অক্টোবর থেকে খুললেও, জঙ্গল সাফারি শুরু হয়ে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকেই। যদিও জলদাপাড়া, গরুমারার ম তো জঙ্গলগুলিতে এখন হাতি সাফারি বন্ধ থাকছে নিরাপত্তা কারণে।আবার এইসব জঙ্গলে যে টাওয়ার গুলি আছে সেগুলোতে একসঙ্গে কুড়ি জনের বেশি পর্যটককে উঠতে দেওয়া হবে না। ফলে জিপ সাফারির ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতদিন প্রতিদিন ছ’ জন করে পর্যটককে নিয়ে যাওয়া হতো প্রতি জিপে। কিন্তু করোনার সংক্রমণ বিধি মানতে গিয়ে, সেই সংখ্যাতেও কোপ পড়ছে।এই অবস্থায় জঙ্গল সাফারি কতটা আনন্দদায়ক হবে পর্যটকদের কাছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও বনদপ্তরের কর্তারা বলছেন, একেবারে বন্ধ হয়ে যাওয়া পর্যটনকে চালু করতে কিছু নিয়ন্ত্রন রেখেই আপাতত ধীরে ধীরে সব খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।