এক নজরে

#Tangra Death : হরিদেবপুর-রাজাবাজারের পর ট্যাংরা

By admin

July 05, 2022

কলকাতা ব্যুরো: আবারও কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এবার প্রাণ গেলো এক যুবকের। ট্যাংরার গোবিন্দ ঘটক লেনে ফুটপাথের ধারে একটি খাবারের দোকানের মালিক বছর ৩৫-এর বান্টি হালদারের মৃত্যু হলো। মঙ্গলবার সকালে গ্যাস সিলেন্ডার লিক করে তাঁর দোকানে আগুন লেগে যায়। সেখান থেকেই অগ্নিদগ্ধ হন তিনি। প্রাণে বাঁচতে দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন বান্টি ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বাইরের বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তার ধরে ফেলেন তিনি। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক৷

উল্লেখ্য, দিন কয়েক আগেই হরিদেবপুর ও রাজাবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে৷ তবে মঙ্গলবারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) প্রিয়ব্রত রায় বলেন, গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পাশাপাশি ঘটনায় সংশ্লিষ্ট দোকানের রান্নাঘরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে বান্টি হালদার যখন তাঁর দোকানের রান্নাঘরে কাজ করছিলেন ঠিক সেইসময় গ্যাস লিক করে৷ চোখের পলকে আগুন ধরে যায় গোটা রান্নাঘরে। এরপর তিনি বাঁচার জন্য দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে থাকা বিদ্যুতের খুঁটি লাগোয়া তার ধরে ফেলেন ৷ আর তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয় বান্টি ৷ অগ্নিদগ্ধ অবস্থায় বান্টিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার বাসিন্দারাই প্রথমে দোকানের আগুন নেভানোর চেষ্টা করেন ৷ পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে যান বান্টি হালদার। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই ট্যাংরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।